Bengali | Written by Monideepa Banerjie, Edited by Biswadip Dey | Monday January 20, 2020
এনআরসি ও সিএএ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের ঢেউ দেশের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও পৌঁছে গিয়েছে মাসখানেক আগে থেকেই। এবার সেই ঢেউ দেখা গেল ফুটবল মাঠেও! রবিবারের বড় ম্যাচ— ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বিতে গ্যালারিতে দেখা গেল এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ। ডার্বি এর আগে কতই হয়েছে। বারবার মুখোমুখি হয়েছে বাংলার দুই প্রাচীন ক্লাব। কিন্তু সেই চির প্রতিদ্বন্দ্বিতাও যেন একসুরে বাঁধা পড়ল এনআরসি-বিরোধিতায়। সল্টলেকের জমজমাট গ্যালারিতে আচমকাই দেখা মিলল এক প্রকাণ্ড ব্যানারের। ইস্টবেঙ্গল গ্যালারিতে ঝোলানো সেই অতিকায় ব্যানারে লেখা ‘রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়।'
www.ndtv.com/bengali