Bengali | Edited by Indrani Halder | Tuesday October 22, 2019
জেলার আধিকারিরকরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি মনে করেন যেভাবে তাঁর ডাকা বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছেন ওই জেলা প্রশাসনের আধিকারিকরা, তা এককথায় "অসাংবিধানিক"। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন থেকে জানানো হয় যে, মুখ্যমন্ত্রীর চলমান প্রশাসনিক সফরের কারণে তাঁরা রাজ্যপালের (Jagdeep Dhankhar) ডাকা বৈঠকে যোগ দিতে সক্ষম হবেন না। গত সপ্তাহেই জগদীপ ধনকর জেলা শাসক, আমলা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেন। তবে, সোমবার সন্ধ্যায় রাজ্যপালের কার্যালয়ে দুটি জেলার জেলা শাসকদের কাছ থেকে চিঠি যায়। রাজভবন সূত্রে জানা গেছে যে ওই চিঠিতে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে ব্যস্ত থাকায় প্রশাসনের আধিকারিকরা তাঁর (West Bengal Governor) বৈঠকে অংশ নিতে পারবেন না।
www.ndtv.com/bengali