Bengali | Reported by Alok Pandey, Edited by Deepshikha Ghosh | Wednesday July 31, 2019
বিভিন্ন সময় বিভিন্ন কবি এবং সাহিত্যিকরা বলে গেছেন যে অনেক সময়ই অনেক কঠিন প্রশ্ন যেভাবে একটি শিশু বা তরুণ করে ফেলতে পারে তাতে অনেক অভিজ্ঞ মানুষও নিরুত্তর হয়ে যেতে পারেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখে তাঁর "উলঙ্গ রাজা" কবিতায় সেই নির্ভীক শিশুটিকে নিয়ে এসেছিলেন যে রাজার সামনে এসে প্রশ্ন করেছিল "রাজা তোর কাপড় কোথায়?" ঠিক যেন সেরকম ভাবেই উত্তরপ্রদেশের একটি স্কুলের একাদশ শ্রেণির (Class 11 Student) ছাত্রীর প্রশ্নে নিরুত্তর হয়ে গেছিলেন সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার এস গৌতম। যখন উন্নাও ধর্ষণ কাণ্ডে (Unnao rape) পুলিশের ভূমিকা নিয়ে জাতীয় স্তরেও প্রশ্ন উঠছে তখনই উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে বিভিন্ন স্কুলে গিয়ে নারী সুরক্ষা নিয়ে বক্তব্য রাখার ব্যবস্থা করা হয় ।
www.ndtv.com/bengali