Bengali | Edited by Biren Bhattacharya | Saturday October 19, 2019
নীতির ক্ষেত্রে যাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, তাদের সঙ্গেও কাজ করার ক্ষেত্রে “পেশাদারিত্ব” বজায় রাখার ওপরে জোর দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Nobel laureate Abhijit Banerjee) । তাঁর সঙ্গেই অর্থনীতিতে নোবেল পুরস্কার পান স্ত্রী এস্থার ডাফলো এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ক্রিমার। NDTV কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “অর্থনৈতিক ভাবনাচিন্তা”-র ক্ষেত্রে তাঁর সঙ্গী বড় কথা নয়।
www.ndtv.com/bengali