Bengali | Edited by Indrani Halder | Friday November 1, 2019
কর্তারপুর করিডোর নিয়ে নতুন ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি শুক্রবার টুইট করে জানান যে ৯ নভেম্বর কর্তারপুর করিডোরের (Kartarpur Corridor) উদ্বোধনের দিনে ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে কোনও মাশুল নেওয়া হবে না। পাশাপাশি, ভারত থেকে আসা শিখ তীর্থযাত্রীদের কর্তারপুরে (Pakistan) যাওয়ার জন্য কোনও পাসপোর্টেরও প্রয়োজন হবে না বলেও জানান ইমরান খান। "ভারত থেকে কর্তারপুরে শিখ তীর্থযাত্রীদের আসার জন্য আমি দুটি প্রয়োজনীয় শর্ত বাতিল করে দিয়েছি: ১) তাদের পাসপোর্টের মতো কোনও বৈধ পরিচয়পত্রের প্রয়োজন হবে না; ২) তাদের আর ১০ দিন আগে থেকে এখানে আসার জন্যে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রি করতে হবে না, এছাড়াও, উদ্বোধনের দিন এবং গুরুজির ৫৫০ তম জন্মদিনের দিন প্রবেশের জন্যে কোনও মাশুলও দিতে হবে না তাঁদের", টুইটে ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
www.ndtv.com/bengali