Bengali | Upali Mukherjee | Tuesday August 27, 2019
তিনি নিজের কথার স্বপক্ষে যুক্তি হিসেবে সিন্ধুর শেষ হিন্দু রাজা দহিরের পরিবারের গল্পও শোনান। প্রবীণ নেতার কথায়, দহিরের স্ত্রী রাজার মৃ্ত্যুর পর জহর ব্রত পালন করেছিলেন। এবং তিনিই প্রথম 'ম্লেচ্ছ' শব্দ ব্যবহার করেন। রানির যুক্তি ছিল ম্লেচ্ছ বা মুসলিমরা তাঁকে ছুঁলে তিনি অপবিত্র হবেন। তাই প্রাণ দিয়ে নিজের সম্মান রক্ষা করেছিলেন তিনি।
www.ndtv.com/bengali