Bengali | Biren Bhattacharya | Sunday September 8, 2019
চন্দ্রযান-২-এর (Chandrayaan 2) ল্যান্ডার বিক্রম (lander Vikram), চাঁদের মাটিতে অবস্থান করছে এবং তারসঙ্গে যোগাযেগের চেষ্টা করছে গ্রাউন্ড স্টেশন, রবিবার, ইসরো (ISRO) প্রধান কে শিভানকে (K Sivan) উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। শনিবার ভোররাতে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে ধীরে ধীরে অবতরণের সময়, চন্দ্রযান-২ এর তিনটির মধ্যে অন্যতম অংশ ল্যান্ডার বিক্রমের সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ল্যান্ডারের।
www.ndtv.com/bengali