Bengali | Edited by Joydeep Sen | Monday January 20, 2020
তিনি বলেন, "চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনটা জানুন। এই এনপিআর একটা বিপজ্জনক খেলা। এটা সিএএ আর এনআরসি-কে (NRC) সঙ্গে করে নিয়ে আসবে। এই এনপিআর প্রত্যাহার করতে প্রস্তাব আনুন।" জানা গেছে, চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এনপিআর লাগুর সম্ভাবনা রয়েছে। বিরোধীদের দাবি, "এই এনপিআর, হাত ধরে সিএএ আর এনআরসি-কে নিয়ে আসবে।" ইতিমধ্যে একাধিক অবিজেপি রাজ্য, পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাব, এনপিআর-এর ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে।
www.ndtv.com/bengali