Bengali | Edited by Richa Taneja | Thursday April 18, 2019
Good Friday: খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের জন্য গুড ফ্রাইডে বিশেষ গুরুত্ব বহন করে কারণ এই দিনেই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ (crucifixion of Jesus Christ) করা হয়। বস্তুত এই দিনটিকে খ্রিষ্টের মৃত্যুদিন হিসেবেই স্মরণ করা হয়। জুডাসের বিশ্বাসঘাতকতার পরে যিশু খ্রিষ্টকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশুকে গুড ফ্রাইডের দিনেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তিন দিন পরে আবারও তিনি বেঁচে ওঠেন- যা ইস্টার হিসাবে চিহ্নিত করা হয়।
www.ndtv.com/bengali