Bengali | NDTV | Tuesday October 30, 2018
কংগ্রেস সভাপতির মন্দিরে যাওয়ার কথা উল্লেখ করে দলের নেতা রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, রাহুল পৈতেধারী ব্রাহ্মণ। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর কটাক্ষ করেন সম্বিত।তাঁর মনে হয়েছে রাহুলের এই মন্দির ভ্রমণ আসলে ভোটের লক্ষে নরম হিন্দুত্ব। সম্বিত বলেন, রাহুল পৈতে পরেন। উনি উজ্জয়নীতে যাচ্ছেন। আমরা জানতে চাই আপনার গোত্র কী? মধ্যপ্রদেশ নির্বাচনের প্রচারে ইন্দোরে গিয়ে এ কথা বলেন বিজেপির এই মুখপাত্র। 28 নভেম্বরের নির্বাচনের আগে প্রচারে ঝড় তুলছে সব পক্ষই।
www.ndtv.com/bengali