Bengali | Edited by Biswadip Dey | Wednesday January 1, 2020
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Jitendra Singh) মঙ্গলবার জানালেন, চন্দ্রযান ৩ (Chandrayaan 3) অভিযান সম্ভবত ২০২০-তেই হবে। এবং এই চন্দ্রাভিযান হবে আরও সাশ্রয়ী। তিনি জানান, চন্দ্রযান ৩-এর কাজ শীঘ্রই শুরু হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘আগামী চন্দ্রযান মিশনের খরচ আরও কম হবে। খুব সম্ভবত ২০২০ সালেই। রোভার ও ল্যান্ডার এরই মধ্যে রয়েছে। আমরা খরচ কমাব।’’ পাশাপাশি চন্দ্রযান ২ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এটাকে ব্যর্থতা বলে বর্ণনা করা আমাদের উচিত নয়। কেননা সারা বিশ্বের মহাকাশ অভিযানের ইতিহাসে এমন কোনও দেশ নেই যারা অন্তত দু’বারের চেষ্টার আগে চাঁদে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এটা করতে পেরেছিল সপ্তম প্রচেষ্টায়। তবে আমাদের অতদূর অপেক্ষা করতে হবে না।’’
www.ndtv.com/bengali