Bengali | Edited by Indrani Halder | Saturday December 21, 2019
ক্রমশই যেন প্রবল হচ্ছে নাগরিকত্ব আইন (Citizenship Amendment Act) বিরোধী প্রতিবাদ। শনিবার নতুন করে উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশ ও দিল্লিতে। যোগী রাজত্বের (Uttar Pradesh) রামপুরে বিক্ষোভ সহিংস রূপ নেয়। এদিকে নতুন করে বিক্ষোভ দানা বাঁধে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে। নাগরিকত্ব আইনের বিরোধিতায় ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশ, এবার অগ্নিগর্ভ হয়ে উঠল সে রাজ্যের রামপুর। সূত্রের খবর, শনিবার সেখানে একদল বিক্ষোভকারী (Citizenship Act Protest) ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাঁদের বাধা দেয় পুলিশ, এরপরেই পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীরা পাল্টা অভিযোগ করেছেন যে, তাঁদের হঠাতে ব্যাপক লাঠিচার্জ করে যোগী রাজ্যের পুলিশ, জনতাকে ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও।
www.ndtv.com/bengali