Bengali | Edited by Indrani Halder | Saturday October 12, 2019
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শি জিনপিং (Xi Jinping) আজ (শনিবার) দ্বিতীয় দফায় তাঁদের অনানুষ্ঠানিক বৈঠক (Informal Summit) সারলেন। এর আগে গতকাল (শুক্রবার) এ দেশে এসে প্রধানমন্ত্রী মোদির (PM Narendra Modi) সঙ্গে মহাবলীপুরম মন্দির ঘুরে দেখেন জিনপিং, যা বর্তমানে মামাল্লাপুরম নামে পরিচিত, তারপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই রাষ্ট্রপ্রধান। অনুষ্ঠান শেষে নির্ধারিত নৈশভোজও সারেন তাঁরা। শুক্রবার গভীর রাতে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকার বলেছে, ভারত ও চিন "কট্টরপন্থা ও সন্ত্রাসবাদকে সাধারণ চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার বিষয়ে একমত হয়েছে।" চিনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শি জিনপিং দুই দেশের জনগণের মধ্যে বৃহত্তর ও গভীর সাংস্কৃতিক যোগাযোগ বিনিময়ের সুযোগ হিসাবে আগামী বছর চিন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৭০ তম বার্ষিকী পালনের জন্য উভয় দেশকেই আহ্বান জানিয়েছে।
www.ndtv.com/bengali