Bengali | Edited by Indrani Halder | Tuesday January 21, 2020
অ্যাপে খাবার অর্ডার করলে মুহূর্তেই আপনার ঘরে পৌঁছে যায় লোভনীয় সেই সব সুখাদ্য, এখন মোটামুটি সবাই এই পরিষেবায় অভ্য়স্ত হয়ে গেছে। আর এই হাতে গরম খাবার ঘরে বসে খাওয়ানোর অভ্যাস তৈরির ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছে তাদের মধ্যে অন্যতম জোমাটো। এবার খাদ্য সরবরাহ সংস্থা জোমাটোর মুকুটে নয়া পালক। নিজেদের ব্যবসা আরও বাড়াতে উবার ইটস (Zomato Buys Uber Eats) কিনে নিল তারা। ফুড ডেলিভারি স্টার্টআপ জোমাটো মঙ্গলবার জানিয়েছে যে উবার টেকনোলজিস ইনক-এর ভারতীয় খাদ্য বিতরণ ব্যবসাকে (Uber Eats India) অল-স্টক চুক্তিতে কিনতে সম্মত হয়েছে তারা। এর পরিবর্তে উবারকে নিজেদের শেয়ার থেকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে জোমাটো। ২০০৮ সালে শুরু হয় জোমাটোর পথ চলা। এটি (Zomato) আসলে ভারতীয় রেস্তোরাঁর সংযোগকারী তথা ওয়েবসাইট ও অ্যাপ মারফৎ খাবার সরবরাহ করার একটি স্টার্ট-আপ।
www.ndtv.com/bengali