Bengali | Reported by Monideepa Banerjie, Edited by Debanish Achom | Wednesday July 24, 2019
“জয় শ্রীরাম” স্লোগান নিয়ে রাজ্য রাজনীতিতে পারদ চড়েছে। বিভিন্ন জায়গাচ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে অশান্তিও হয়েছে। এই পরিস্থিতিতে “জয় শ্রীরাম” স্লোগানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, বিভিন্ন জায়গায় গণপিটুনির মতো “দুঃখজনক ঘটনা” নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন চিত্রতারকা অপর্ণা সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহসহ বিশিষ্টরা। অভিনেত্রী অপর্ণা সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহর স্বাক্ষর করা ওই চিঠিতে লেখা হয়েছে, “প্রিয় প্রধানমন্ত্রী...মুসলিম, দলিতসহ অন্যান্য সংখ্যালঘুদের পিটিয়ে মারার ঘটনা শীঘ্রই বন্ধ হওয়া দরকার। আমরা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য দেখে অবাক হয়েছি, সেখানে বলা হয়েছে, ২০১৬-এ নৃশংস এই ধরণের ঘটনার সংখ্যা ৮৪০-এর কম নয়। দোষীদের শাস্তি দেওয়ার হারও নির্দিষ্টহারে কম”।
www.ndtv.com/bengali