Bengali | NDTV | Saturday June 15, 2019
প্রায় ৬দিনে পড়তে চলল রাজ্যে চিকিৎসকদের ধর্মঘট, বিক্ষোভকারী চিকিৎসকদের কাছে দ্রুত কাজে ফেরার আবেদন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁদের সমস্ত নায্য দাবিদাওয়া মেনে নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার সন্ধ্যয় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকদের বিরুদ্ধে আমরা কোনও কঠোর ব্যবস্থা নিচ্ছি না”। যদিও চিকিৎসকরা নরম হতে নারাজ চিকিৎসকরা, ধর্মঘট তুলে নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন বিক্ষোভরত চিকিৎসকরা। সূত্রের খবর, শনিবার চিকিৎসকদের ধর্মঘট নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার। চিকিৎসকদের নিগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সোমবার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবারের বিরুদ্ধে এক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে। তারপরেই ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা, পরে তা ভিন রাজ্যেও ছড়িয়ে পড়ে।
www.ndtv.com/bengali