Bengali | IANS | Sunday November 18, 2018
অতীতের একাধিক ঘটনা থেকে স্পষ্ট বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সততার অভাব আছে। আর তাই জাতীয় স্তরে কংগ্রেস যখনই কোনও প্রতিবাদ সভার ডাক দিয়েছে তখনই হয় তৃণমূল অনুপস্থিত থেকেছে নয়ত সাংসদ পাঠিয়ে কর্তব্য সেরেছে। প্রদেশ সভাপতি বলেন নোটবন্দি নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুর চড়িয়েছিল। কিন্তু দুই সাংসদ ( সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল) গ্রেফতার হওয়ার পরই নোটবন্দির প্রশ্নে সুর নরম করে তৃণমূল। রাফাল দুর্নীতি নিয়েও তৃণমূল ভারসাম্য রেখে চলেছে বলে দাবি প্রদেশ সভাপতির।
www.ndtv.com/bengali