Bengali | Edited by Indrani Halder | Monday February 24, 2020
উত্তর-পূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরোধিতায় হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক এই সময় অমিত শাহের কাছে সাহায্যের আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে" অনুরোধ জানালেন আপ প্রধান (Arvind Kejriwal)। দিল্লির (Delhi) মৌজপুরের পরে ভজনপুরা এলাকাতেও সিএএ বিরোধী বিক্ষোভের জেরে সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীরা ওই অঞ্চলে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভ চলাকালীন এক পুলিশ কর্মীর মৃত্যু হয় বলেও খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে ঘটনাস্থলে ছুটে যায় আধাসামরিক বাহিনী। জানা গেছে যে, সিএএর প্রতিবাদে দিল্লির মৌজপুর মেট্রো স্টেশন লক্ষ্য করে ইটবৃষ্টিও করা হয়। এই ঘটনাকে “অনভিপ্রেত সংবাদ” বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি বার্তা দিলেন দিল্লি মুখ্যমন্ত্রী। "আইন শৃঙ্খলা ফেরান, শান্তি নিশ্চিত করুন", এমনটাই টুইট করেন অরবিন্দ কেজরিওয়াল।
www.ndtv.com/bengali