Bengali | Edited by Indrani Halder | Tuesday October 22, 2019
এবারের দীপাবলিতে শব্দবাজির কানফাটা আওয়াজে আর নাজেহাল হতে হবে না। কেননা সুপ্রিম কোর্ট (Supreme Court) শুধুমাত্র দুই ধরণের পটকাকে বৈধ ঘোষণা করেছে, বাকি সমস্ত শব্দবাজি নিষিদ্ধ। ফলে এই বছরের দীপাবলি (Diwali) অনেকটাই শান্তভাবে উদযাপন করা হবে বলে মনে করা হচ্ছে। "আনার" এবং "ফুলঝুরি"-এর সবুজ সংস্করণও এবার শব্দহীন হবে। এছাড়া রকেট, বোমা এবং অন্যান্য শব্দবাজি (Diwali Firecrackers) সমস্ত নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, কেনার সময়, অবশ্যই সরকারি স্ট্যাম্প দেখে কেনা উচিত।
www.ndtv.com/bengali