Bengali | Edited by Indrani Halder | Monday October 28, 2019
রবিবার কালীপুজো উপলক্ষে কলকাতা (Kolkata) ও তার সংলগ্ন অঞ্চলের বায়ুদূষণের মাত্রা গতবছরের থেকে অনেকটাই কম বলে জানা গেছে। এবারে (Kali Puja) তিলোত্তমার বাতাসে "মাঝারি" মানের দূষণ ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, বালিগঞ্জে বায়ু মানের (air quality) সূচক বা একিউআই ছিল ১৮২, যেখান রাত ১১টার সময় বিধান নগরে বায়ুমানের সূচক ছিল ১১১। যাদবপুর মনিটরিং স্টেশনে সেখানকার বায়ুমানের সূচক ১৪৩ রেকর্ড করা হয়েছিল যেখানে এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অঞ্চলে এটি ছিল ১৭৩।
www.ndtv.com/bengali