Bengali | NDTV | Friday June 14, 2019
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষ বৈঠকে নরেন্দ্র মোদী শুক্রবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন। জানালেন, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা ও অর্থদান করছে যে দেশগুলি তাদের লক্ষ রাখতে হবে।
তিনি জানিয়ে দেন, সন্ত্রাস-মুক্ত সমাজের পক্ষে ভারত। SCO-র উদ্দীপনা ও আদর্শকে সামনে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লড়াইয়ের কথা বলেন মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও। তাঁর সামনেই মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হলে দেশগুলিকে তাদের সংকীর্ণ পরিসর থেকে বেরিয়ে এসে এক হতে হবে।
তিনি বলেন, ‘‘গত রবিবার শ্রীলঙ্কা সফরে গিয়ে আমি সেন্ট অ্যান্টনিজ চার্চে গিয়েছিলাম। সেখানে আমি সন্ত্রাসের কুৎসিত মুখের সাক্ষী হলাম। সন্ত্রাস সর্বত্র নিরীহদের প্রাণ কেড়ে নিচ্ছে।’’
www.ndtv.com/bengali