Bengali | Written by Sanya Jain, Edited by Biswadip Dey | Wednesday January 22, 2020
‘রইস' ছবির অভিনেত্রীর পোস্ট করা এই ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। প্রথম ঝলকে মনে হবে নায়িকা বুঝি শুয়ে রয়েছেন। কিন্তু সামান্য মনোযোগ দিলেই বোঝা যাবে, মাহিরা দাঁড়িয়ে রয়েছেন। বরং ছবিটিই এমন ভাবে রয়েছে মনে হচ্ছে তিনি শুয়ে রয়েছেন। ছবি দেখে খানিক বিস্মিত তাঁর ৫৪ লক্ষ ফলোয়ার। ৩৫ বছরের অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন, ‘‘কেউ বলেছিলেন ছবিটি ‘অ্যাডজাস্ট' করতে। ভাই আমি অ্যাডজাস্ট করি না।'' তাঁর সরস ক্যাপশন জিতেছে তাঁর ফলোয়ারদের হৃদয়।
www.ndtv.com/bengali