Bengali | Edited by Biswadip Dey, Indrani Halder | Friday January 31, 2020
ফাঁসির নির্ধারিত দিনের আর একদিনও বাকি নেই। এই পরিস্থিতিতে নির্ভয়া কাণ্ডের অন্যতম এক অপরাধী পিটিশন জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে। পবন গুপ্তার দাবি, ২০১২ সালে ওই অপরাধ করার সময় সে নাবালক ছিল। শীর্ষ আদালত এই দাবি খারিজ করে দিয়েছে। গত দু’সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার এই দাবি খারিজ করে দিল শীর্ষ আদালত। সে গত সপ্তাহে এই রায়ের পুনর্বিবেচনার দাবি পেশ করেছিল। তাকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বয়স সংক্রান্ত এমন দাবি বারংবার করা যায় না। চার অপরাধীই একাধিক পিটিশন ফাইল করেছে ফাঁসির তারিখ পিছিয়ে দেওয়ার জন্য। শনিবার ভোর ৬টায় ফাঁসি হওয়ার কথা ওই চারজন— পবন গুপ্তা, মুকেশ সিংহ, অক্ষয় সিংহ ও বিনয় শর্মার।
www.ndtv.com/bengali