Bengali | Edited by Indrani Halder, Joydeep Sen | Friday February 21, 2020
সংশোধিত নাগরিকত্ব আইনের (Anti-CAA Protest) প্রতিবাদে যোগ দিয়ে দেশবিরোধী স্লোগান দিয়ে বসলেন বেঙ্গালুরুর এক তরুণী। হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির উপস্থিতিতেই তিনি অনুষ্ঠান মঞ্চ থেকে বলে বসেন "পাকিস্তান জিন্দাবাদ"। একটি ভিডিওতে দেখা যায়, অমূল্য নামে পরিচিত ওই তরুণী অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে "পাকিস্তান জিন্দাবাদ (পাকিস্তান দীর্ঘজীবী হোক)" এই স্লোগান দেওয়ার আহ্বান জানান। "সংবিধানকে রক্ষা করুন" এই ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। তরুণীর মুখে ওই স্লোগান শুনে ছুটে আসেন আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) এবং আরও দু'জন ব্যক্তি। ওই তরুণীর মুখের সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা, ছুটে আসেন অনুষ্ঠানের আয়োজকরাও। তরুণীর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ওয়াইসি বলেন, "আমরা কোনওভাবেই আমাদের শত্রু দেশ পাকিস্তানকে সমর্থন করি না।" এরপরেই ওই তরুণীকে বিতর্কিত স্লোগান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়,ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা (Sedition Case Against Amulya) রুজু করেছে পুলিশ।
www.ndtv.com/bengali