Bengali | Edited by Rajit Das | Wednesday August 7, 2019
‘বাগ্মী ও অসামান্যা সাংসদ সদস্যা।’ প্রয়াত প্রাক্তন বিদশমন্ত্রী সুষমা স্বরাজের (Sushma Swaraj) প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই শব্দগুচ্ছের প্রয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep
Dhankhar)। শাসক হোক বা বিরোধী।, দেশ হোক বা বিদেশ। তাঁর কাজ ও ব্যক্তিত্বের গুনেই সকলের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্রী ছিলেন সুষমা স্বরাজ। রাজ্যপাল ধনকরের (Jagdeep Dhankhar) মতে, ‘কাজের জন্যই বিশ্বরাজনীতির ইতিহাস মনে রাখবে সুষমা স্বরাজকে।’ প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে শোক বিবৃতি প্রকাশ করা হয় রাজভবনের (Raj Bhavan.) তরফে। সেখানেই উল্লেখ রয়েছে, ‘দেশ বিশিষ্ট এক বক্তা ও সংসদ সদস্যকে হারালো। সমাজ, রাজনীতির গন্ডি পেরিয়ে সর্বস্তরে যিনি প্রশংসিত ও শ্রদ্ধার ব্যক্তিত্ব। তিনি এমন এক আইনজীবী যিনি সর্বস্তরের জনজীবনকে সমৃদ্ধ করেছেন।’
www.ndtv.com/bengali