Bengali | Edited by Indrani Halder | Friday March 6, 2020
হু হু করে বাড়ছে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের (Coronavirus Outbreak) সংখ্যা। দিল্লির আরও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস থাকার প্রমাণ মিলেছে, ফলে বর্তমানে দেশে ওই মারণ ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ এ। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আগাম সতর্কতা স্বরূপ দিল্লিতে প্রাথমিক বিদ্যালয়গুলি আপাতত ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। মাধ্যমিক স্তরের পরীক্ষা শেষ হওয়ার পরে ওই বিদ্যালয়গুলিও বন্ধ রাখা হবে বলে সূত্রের খবর। এদিকে করোনা আতঙ্কের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগামী সপ্তাহে নির্ধারিত ব্রাসেলস সফর স্থগিত করেছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়নগুলির মধ্যে শীর্ষ সম্মেলন করতে বেলজিয়ামে যাওয়ার কথা ছিল তাঁর। তবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, এই অবস্থায় দুই দেশই এই সফর স্থগিত করার বিষয়ে একমত হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান পরিবহন সমিতি বা আইএটিএ জানিয়েছে যে, করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তার জেরে বিভিন্ন জায়গায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় এ বছর বিমান পরিবহন বাণিজ্য কমপক্ষে ১১৩ বিলিয়ন ডলারের ক্ষতির মুখ দেখবে বলে আশঙ্কা করা হচ্ছে।
www.ndtv.com/bengali