Bengali | Edited by Indrani Halder | Tuesday October 1, 2019
যাঁর জন্যে বছরভর অপেক্ষার দিন গোণা সেই তাঁর আগমণী বার্তা বেজে গেছে অথচ মুখে হাসি নেই উৎসবপ্রিয় বাঙালির। হাসি ফুটবেই বা কী করে ? প্রায় প্রতিদিনই (West Bengal Rain) যখন তখন ঝেঁপে বৃষ্টি, রাস্তায় রাস্তায় জল-কাদা, ঝকঝকে শরতের বদলে প্যাঁচপ্যাঁচে অকাল বর্ষা যেন। মনে মনে যারপরনাই বিরক্ত বাঙালি ভাবছে কখন দূর হবে এই ভেজা-ভোগান্তি। একে তো মহালয়ার আগে বেশ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি মাটি করেছে পুজোর বাজার, তার উপর এখনও আকাশের মুখ ভার। না, মোটেই আনন্দ সংবাদ দিতে পারছে না আবহাওয়া দফতর। পূর্বাভাস যা মিলছে তাতে ষষ্ঠী থেকে দশমী, প্রতিদিনই (Rain In Kolkata) প্রায় বৃষ্টির সম্ভাবনা।
www.ndtv.com/bengali