Bengali | Edited by Biswadip Dey | Wednesday September 4, 2019
সারা বিশ্বের সঙ্গে আমাদের দেশেও দূষণের মাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অন্য দিকে জলের সঙ্কটও তীব্র হচ্ছে গোটা ভারতে। এদিকে হিন্দু বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো (Durga Puja 2019) কড়া নাড়ছে দোরগোড়ায়। এই পরিস্থিতিতে এবারের দুর্গাপুজোয় (Durga Puja) কলকাতার বহু বড় বড় পুজো মণ্ডপে পরিবেশ দূষণের সমস্যাকেই তুলে ধরবার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে সবুজের থিম ব্যবহার করার কথা ভেবেছেন তাঁরা। যেমন, খিদিরপুরের ২৫ পল্লি তাদের মণ্ডপ গড়ে তুলছে ৫ লক্ষ প্লাস্টিকের বোতল দিয়ে। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সকলকে অবহিত করতেই এমন পরিকল্পনা, জানাচ্ছেন শিল্পী সনাতন দিন্দা। তিনিই এই থিমটির পরিকল্পনাকারী। এর আগে বহু মণ্ডপের জন্য পুরস্কার ঝুলিতে পুরেছেন তিনি।
www.ndtv.com/bengali