Bengali | NDTV | Monday July 22, 2019
আজ দুপুরে ভারতের দ্বিতীয় উচ্চশক্তি সম্পন্ন চন্দ্রযান-২ (Chandrayaan-2) শ্রীহরিকোটা থেকে রওনা দেবে। সর্বোচ্চ শক্তিশালী রকেট জীএসএলবি-মার্ক III -এম-I, বিজ্ঞানীরা যেটিকে 'বাহুবলী' বলে জানেন, তারই সাহায্যে চাঁদের দেশে পাঠানো হবে এই চন্দ্রযানকে। আজ দুপুর ২ টো ৪৩ মিনিটে রওনা দেওয়ার কথা চন্দ্রযান-২ (Chandrayaan-2) এর। চেন্নাইয়ের থেকে প্রায় ১০০ কিমি. দূরে অবস্থিত সতীশ ধাওয়ান অন্তরীক্ষ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে রওনা হবে এই শক্তিশালী যানটি
www.ndtv.com/bengali