Bengali | NDTV | Thursday June 20, 2019
অন্তরে রাধা হয়েও তিনি বহিরাঙ্গে পুরুষ। রাধা হতে না পারার সেই যন্ত্রণা কুড়ে কুড়ে খেত বয়ঃসন্ধি থেকেই। বড় হয়ে নিজের সঙ্গে, সমাজের সঙ্গে এবং পরিবারের সঙ্গে লড়াই করে ধাপে ধাপে তিনি হয়ে ওঠেন অর্ধনারীশ্বর থেকে সম্পূর্ণ মানবী। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে কাটতেই তিনি, সায়ন্তন ঘোষ মেঘ রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী। একই সঙ্গে সমাজের বাকি তৃতীয় লিঙ্গদের সম্মান এনে দিতে গড়ে তুলেছেন রুদ্রপলাশ নৃত্য একাডেমি। প্রশ্নোত্তরে উঠে এল জীবনভর সংগ্রামের গল্প। যা আজও যেন শেষ হইয়াও হইল না শেষ।
www.ndtv.com/bengali