Bengali | Edited by Indrani Halder | Friday March 6, 2020
সদ্য ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হয়ে যেন হাওয়ায় উড়ছিলেন চিনের (China) এক বাসিন্দা। কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব মাত্র কিছুক্ষণের জন্যেই হল, কেননা তারপরেই সাড়ে সর্বনাশ! ভাবছেন কী এমন হলো? আরে মশাই কী হলো না তাই বলুন! ঝাং নামের ওই ব্যক্তি গাড়ি চালানোর জন্যে লাইসেন্স পেয়ে ভেবেছিলেন হাতে স্বর্গ পেয়ে গেছেন, কিন্তু নিজেই যে আর কিছুক্ষণের মধ্যে প্রায় স্বর্গে যেতে চলেছেন তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। ঘটনা হল, ড্রাইভিং টেস্টে পাশ করে ওই ব্যক্তি তাঁর বন্ধুদের সুখবরটা দিয়েছিলেন। যথারীতি বন্ধুরাও তাঁর এই সাফল্যে মোবাইলে ফোন বা এসএমএস করে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছিলেন। আর সেসব পেয়ে খুশিতে ডগমগ ছিলেন ওই ব্যক্তি। এমনই আত্মহারা অবস্থা যে গাড়ি চালাতে চালাতে স্টেয়ারিং ছেড়ে দিয়ে এসএমএসের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ব্যস আর যায় কোথায়। গাড়ি নিজের মতো গড়গড়িয়ে চলে রাস্তার পাশে থাকা নদীতে (Car in River) তাঁকে নিয়ে দিল মরণঝাঁপ। গোটা ঘটনাটি (Viral News) বন্দি হয়েছে ওই এলাকায় থাকা সিসিটিভির ক্যামেরায়।
www.ndtv.com/bengali