Bengali | Edited by Biren Bhattacharya | Tuesday July 14, 2020
মধ্যপ্রদেশ হাতছাড়া হওয়ার তিনমাস পর আবারও খাদের কিনারায় কংগ্রেসের হাতে থাকা আরও একটি রাজ্য, রাজস্থান। একাধিকবার আমন্ত্রণ জানানো হলেও, বিধায়কদের বৈঠকে যোগ দেননি বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট, এরপরেই উপখ্যমন্ত্রীর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হয় তাঁকে। যে দুজন মন্ত্রী তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন, তাঁদেরও সরানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ, অশোক গেহলত সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির “ফাঁদে” পা দিয়েছেন শচীন পাইলট। মুখ্যমন্ত্রী পদের দাবিদার শচীন পাইলট বলে জানা গিয়েছে। তিনি চলে গেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর এই নিয়ে কংগ্রেস দল থেকে দ্বিতীয় নেতার প্রস্থান।
www.ndtv.com/bengali