Bengali | Edited by Indrani Halder | Friday December 20, 2019
পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনের জন্যে একযোগে চাপ সৃষ্টি করল ভারত (India) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (US) । সে দেশে (Pakistan) আশ্রয় নেওয়া সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে "জরুরি ভিত্তিতে পাকাপাকি পদক্ষেপ নেওয়া হোক", ইমরান খানের দেশকে কড়া বার্তা দিল দুই দেশ। মুম্বই ও পাঠানকোট হামলা সহ আন্তঃসীমান্ত নানা সন্ত্রাস (Terrorism) হামলার অপরাধীরা পাকিস্তানের নিশ্চিন্ত আশ্রয়ে আছে, এবার তাঁদের বিচারের ব্যবস্থা করুক পাকিস্তান, পাশাপাশি পাক নিয়ন্ত্রণাধীন কোনও অঞ্চলে বসে যাতে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পরিকল্পনা না করা হয়, সে ব্যাপারেও প্রতিবেশী দেশের সরকারকে কড়া পদক্ষেপ করার বিষয়ে দেওয়া হল বার্তা। এর আগেও বহুবার ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপের জন্যে পাকিস্তানকে অনুরোধ করেছে। এবার ভারতের সঙ্গে একযোগে সেই একই কথা বলল মার্কিন যুক্তরাষ্ট্রও (India-US 2 2 Dialogue) ।
www.ndtv.com/bengali