Bengali | Edited by Biswadip Dey | Thursday April 30, 2020
কেন্দ্রের সবুজ সঙ্কেত পেতেই সব রাজ্যই তাঁদের রাজ্যে আটকে থাকা ভিনরাজ্যের শ্রমিকদের (Migrant) ফেরাতে এবং অন্য রাজ্যে আটকে পড়া সেই রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আটকে থাকা শ্রমিকদেরই কেবল নয়, পড়ুয়া ও পর্যটকদেরও ফিরিয়ে আনার ব্যাপারে সম্মতি দিয়েছে। একাজে অগ্রণী হয়েছে রাজস্থান। তারা সকাল থেকে তাঁদের রাজ্যে আটকে থাকা ৪০,০০০ শ্রমিককে ফেরানোর কাজ শুরু করেছে। কিন্তু বহু রাজ্য, বিশেষত দক্ষিণের রাজ্যগুলি কেন্দ্রের কাছে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার আর্জি জানিয়েছে। উত্তরপ্রদেশে তাদের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যাপারে ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এরই মধ্যে হরিয়ানা থেকে ১২,০০০ শ্রমিককে উত্তরপ্রদেশে ফিরিয়ে এনেছে যোগী আদিত্যনাথ সরকার। ১০ লক্ষ লোকের কোয়ারান্টাইন থাকার ব্যবস্থা করা হচ্ছে।
www.ndtv.com/bengali