Bengali | Edited by Biren Bhattacharya | Thursday January 2, 2020
গতমাসে সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের এক্জিটিকিউটিভ চেয়ারম্যান পদে ফেরানোর রায় দিয়েছিল কোম্পানি বিষয়ক ট্রাইবুনাল, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি। তিন বছর আগে সংস্থার একটি বোর্ড মিটিং হয়, যেখানে উপস্থিত ছিলেন রতন টাটাও, সেই বৈঠকেই তিনি সংস্থার অন্তবর্তী চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করেন, এবং সেখানেই সাইরাস মিস্ত্রিকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। মামলার আবেদনে, টাটা সন্স, কোম্পানি ট্রাইবুনালের নির্দেশে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে, এবং সংস্থার চেয়ারপার্সন হিসেবে এন চন্দ্রশেখরণের নিয়োগ ও নির্বাচন অবৈধ আখ্যা দেওয়ারও দাবি জানিয়েছে। খ্রিস্টমাসের ছুটি কাটিয়ে ৬ জানুয়ারি আদালত খুললেই যাতে দ্রুত শুনানি হয়, সেই আবেদনও জানিয়েছেন টাটা সন্সের আইনজীবী।
www.ndtv.com/bengali