Bengali | Edited by Indrani Halder | Saturday February 15, 2020
"নাক গলাবেন না", এভাবেই তুরস্কের প্রেসিডেন্টকে (President Erdogan) জম্মু ও কাশ্মীর ইস্যুতে কড়া বার্তা দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। এমনকী, ভারতের আপত্তিকে অগ্রাহ্য করেই, শুক্রবার প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান সমর্থন করার কথাও বলেন। আর এতেই বেজায় চটেছে ভারতীয় বিদেশমন্ত্রক। এর আগেও বারবার ভারতের তরফ (Raveesh Kumar) থেকে স্পষ্ট করে জানানো হয় যে, জম্মু ও কাশ্মীর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুরোটাই অভ্যন্তরীণ, এ বিষয়ে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
www.ndtv.com/bengali