Bengali | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Thursday July 25, 2019
সমাজবাদী পার্টির সাংসদ আজম খান বরাবরই কটূভাষী হিসেবে পরিচিত। বৃহস্পতিবার তাঁর একটি যৌনগন্ধী মন্তব্যে তোলপাড় হল সংসদ। তিন তালাক বিল পেশ হওয়ার পরে বিতর্ক চলাকালীন অধ্যক্ষের দায়িত্বে থাকা বিজেপি সাংসদ রমা দেবীর উদ্দেশে করা আজম খানের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দাবি ওঠে ক্ষমা চাইতে হবে আজমকে। তাঁর দলের মুখ্য অখিলেশ যাদব অবশ্য সমর্থন করেন আজম খানকেই। আজম খানের মন্তব্যে অসন্তুষ্ট রমা দেবী বলেন, ‘‘কোনও মহিলার সঙ্গে কথা বলার এটা পদ্ধতি নয়। আপনার মন্তব্য প্রত্যাহার করুন।’’ রমা দেবীর দাবির প্রতিক্রিয়ায় আজম খান বলেন, ‘‘আপনি আমার বোন। খুব প্রিয় বোন। আমার রাজনৈতিক কেরিয়ার খুব দীর্ঘ। খারাপ কিছু আমার পক্ষে বলা সম্ভবই নয়। যদি একটিও অসংসদীয় শব্দ আমি ব্যবহার করে থাকি তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।’’
www.ndtv.com/bengali