Bengali | Edited by Biren Bhattacharya | Friday March 27, 2020
ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা একলাফে ৮৮ জন বেড়ে ৭০ ঠেকতে চলল বলে স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে জানা গিয়েছে। বৃহস্পতিবার এই কপি লেখা পর্যন্ত ভারতে করোনা আ্ক্রান্তের সংখ্যা ৬৯৪, তারমধ্যে ৪৭ জন বিদেশি, ৪২ জন আরোগ্যলাভ করেছেন অথবা তাঁদে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং ১২ জনের মৃত্যু হয়েছে। ২১ দিনের লকডাউনের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার, সাধারণ মানুষের জন্য ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খাদ্য সুরক্ষা এবং অত্যাবশকীয় পণ্য সামগ্রি কেনায় অর্থের জোগানে এই টাকা খরচ হবে। অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে অন্যান্য রাজ্যগুলিকে চিঠি দিয়ে সাহায্যের আর্জি জানিয়েছেন বাংলা ও বিহারের মুখ্যমন্ত্রী। বিন রাজ্যের শ্রমিকদের জন্য ১০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে নিষিদ্ধ করা আন্তর্জাতিক উড়ান বাতিলর সময়সীমা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে।
www.ndtv.com/bengali