Bengali | NDTV | Sunday June 23, 2019
আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পরিস্থিতি, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে হুরিয়তরাও সরকারের সঙ্গে আলোচনার জন্যে প্রস্তুত, এমনটাই বললেন রাজ্যপাল সত্য পাল মালিক(Satya Pal Malik)। শনিবার শ্রীনগরে একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ভূস্বর্গের রাজ্যপাল বললেন, বর্তমানে উপত্যকার উত্তাপ অনেকটাই স্তিমিত। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর এবং জিতেন্দ্র সিংও। রাজ্যপাল বলেন, “আমি এখানে আসার পর যে পরিস্থিতি ছিল, বর্তমানে তার থেকে অনেকটাই উন্নতি হয়েছে। হুরিয়তদের মধ্যেও (Hurriyat) একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। যখন রামবিলাস পাসোয়ান হুরিয়তদের দরজায় এসে কড়া নেড়েছিলেন তখন তাঁরা আলোচনায় রাজি ছিলেন না, কিন্তু বর্তমানে তাঁরা কথা বলতে প্রস্তুত”।
www.ndtv.com/bengali