Bengali | NDTV | Friday March 8, 2019
৬০ বছরের পুরনো রাম জন্মভূমি ও বাবরি মসজিদ (Babri Masjid) মামলার একটি নিষ্পত্তির ব্যাপারে প্রয়োজনীয় রোডম্যাপ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই মামলা নিয়ে মধ্যস্থতার সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা শীর্ষ আদালত তা আজ জানাতে পারে । বহু রাজনৈতিক দলের এই বিষয়ে একাধিক বিরোধিতা সত্ত্বেও মামলাটির মধ্যস্থতার ব্যাপারেই আগ্রহী সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল এর আগে যে, এই মামলাটির মূল ভিত্তি সম্পত্তি নয়। বরং, 'মন, হৃদয় ও তার ক্ষতবিক্ষত হওয়াকে রুখে দেওয়া- যদি সম্ভব হয়'। অযোধ্যার (Ayodhya) ২.৭৭ একরের জমি নিয়েই এই মামলা। যেখানে যোড়শ শতাব্দীতে মুঘল সম্রাট বাবর একটি মসজিদ বানিয়েছিলেন বলে বিশ্বাস করেন বহু মানুষ।
www.ndtv.com/bengali