Bengali | Edited by Indrani Halder | Thursday May 14, 2020
করোনা সংক্রমণের (Coronavirus) গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর সংক্রামক রোগটিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান মতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশ জুড়ে মোট করোনা (COVID- 19) আক্রান্ত ৭৮ হাজারেরও বেশি মানুষ। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও তার জেরে মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় ভুগে মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৭২২ জন নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা মোট ৭৮,০০৩ জন, মারা (Coronavirus Death) গেছেন সব মিলিয়ে ২,৫৪৯ জন। তবে এপর্যন্ত দেশে ওই মারণ রোগের প্রভাব কাটিয়ে সুস্থ হয়েছেন ২৬,২৩৫ জন। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান মতে, এখনও পর্যন্ত নভেল করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হার ৩৩.৬৩ শতাংশ।
এদিকে মঙ্গলবারই জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। তবে এবার বেশ কিছু বিধিনিষেধ শিথিল হবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে দেশের মানুষের পকেটে টান। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সব মিলিয়ে ২০ লক্ষ কোটি টাকার উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই জরুরি অবস্থায়প্রধানমন্ত্রীর নাগরিক তহবিল থেকে দেশের মানুষকে সহায়তা এবং ত্রাণ দিতে ৩,১০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংকট মোকাবিলাতেই ওই অর্থ ব্যবহার করা হবে এই ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, "৩,১০০ কোটি টাকার মধ্যে প্রায় ২,০০০ কোটি টাকা ভেন্টিলেটর কেনার জন্য বরাদ্দ করা হবে, বাতি এক হাজার কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এবং ১০০ কোটি টাকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্যে ভ্যাকসিন তৈরির কাজে সহায়তা করবে"।
www.ndtv.com/bengali