Bengali | Edited by Indrani Halder | Saturday March 7, 2020
দেশীয় রীতিতে করোনা ভাইরাসের সংক্রমণ (Coronavirus Outbreak) অনেকটাই এড়ানো যাবে, তাই হাত হাত মিলিয়ে শুভেচ্ছা বা করমর্দন নয়, হাত জোড় করে "নমস্তে" বা নমস্কার করার অভ্যাস গড়ুন, বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দেশে এই মারণ ভাইরাসের (Coronavirus) আতঙ্ক রুখতে এবার নিজেই আসরে নেমে পড়লেন তিনি (PM Modi)। শনিবার জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi) নিয়ে বক্তব্য রাখার সময় ওই করোনা ভাইরাসের প্রসঙ্গও তুললেন তিনি। করোনা ভাইরাস সম্পর্কিত নানা গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায়। এই ধরণের গুজবে কান না দেওয়ার জন্যে দেশবাসীকে অনুরোধ জানালেন তিনি, পাশাপাশি দিলেন সচেতনতার বার্তাও। কোনও রকম করোনা ভাইরাস সংক্রান্ত লক্ষণ দেখলে অযথা সময় নষ্ট না করে এ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
www.ndtv.com/bengali