Bengali | Edited by Biren Bhattacharya | Saturday February 1, 2020
২০২০ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান, এবারের বাজেটে ক্রেতাদের হাতে ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং আয় বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার।বেতনভুকদের জন্য স্বস্তির খবর দেওয়া হয়েছে এবারের বাজেটে, আয়কর ছাড়ের হার কমানোর প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে, এবং ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর কাঠামোয় রদবদল করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, “কর নিয়ে কোনওরকম হেনস্থা” বরদাস্ত করা হবে না। তিনি বলেন, বাজেটের তিনটি মূল বিষয় হল, উচ্চাকাঙ্খী ভারত, যত্নবান সমাজ এবং সবার জন্য আর্থিক উন্নয়ন। এদিন বাজেট বক্তৃতা শুরুর আগে, প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানান নির্মলা সীতারামন, পণ্য ও পরিষেবা করকে “ঐতিহাসিক সংস্কার” বলে উল্লেখ করেন। ২.৫ ঘন্টা বক্তব্য রাখার পর বাজেট বক্তৃতা শেষ করেন নির্মলা সীতারামন।
www.ndtv.com/bengali