Bengali | Reported by Reported by A Vaidyanathan, Sanket Upadhyay, Edited by Shylaja Varma, Biren Bhattacharya | Friday August 16, 2019
জম্মু ও কাশ্মীরের সরকারি অফিসগুলি পুরোপুরিভাবেই কাজ করছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম। সেখানে জারি করা অন্যান্য নিষেধাজ্ঞা এবং কড়াকড়িগুলিও প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। মুখ্যসচিব জানিয়েছেন, আগামী সপ্তাহে এলাকা বিশেষে স্কুলগুলি খোলা হবে এবং ধাপে ধাপে ফোন পরিষেবা চালু করা হবে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম বলেন, “শুক্রবারের প্রার্থনার পর, আগামী কয়েকদিনে ধাপে ধারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। সপ্তাহ শেষের পরেই, এলাকা বিশেষে স্কুল খোলা হবে, যাতে শিশুদের পড়াশোনায় কোনও ব্যাঘাত না ঘটে”।
www.ndtv.com/bengali