Bengali | Edited by Biren Bhattacharya | Thursday March 12, 2020
ভারতে করোনার থাবায় প্রথম মৃত্যু। মঙ্গলবার কর্নাটকের কালবুর্গিতে (Karnataka's Kalburgi) ৭৬ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়, বৃহস্পতিবার রাতে সরকারি আধিকারিকরা জানালেন, তিনি করোনা (coronavirus) আক্রান্ত ছিলেন। ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফিরেছিলেন ওই ব্যক্তি, এবং হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করা হয়েছিল। সেই সময় কোনও লক্ষণ ছিল না তাঁর। ৫ মার্চ তিনি কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে যান এবং সেদিনই শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে করোনা ভাইরাস (COVID-19) পান হাসপাতালের কর্মীরা। তিনদিন পর তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিনই তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা, রাত ১০.৩০টায় তাঁর মৃত্যু হয়।
www.ndtv.com/bengali