Bengali | Agencies | Sunday July 29, 2018
গত 20 জুলাই রাতে আলোয়ারের রাস্তায় গণপিটুনিতে মৃত্যু হয় রাকবর খান নামে এক ব্যক্তির। ওই ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে অনেকেই ঘটনায় পুলিশের ভূমিকারও নিন্দা করেন। টুইট করে রাহুল জানান আহত রাকবরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে দেরি করেছে পুলিশ। এটা না করলে তাঁর প্রাণ বেঁচেও যেতে পারত। প্রথম দিকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজস্থান সরকার। পরে সরকাররে তরফে দেরির অভিযোগ স্বীকার করে নেওয়া হয়। এবং কর্তব্যে গাফিলতির জন্য এক সাব ইন্সপেক্টর এবং তিন কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে বসন্ধুরা রাজে সিন্ধিয়ার সরকার।
www.ndtv.com/bengali