Bengali | Edited by Indrani Halder | Wednesday March 11, 2020
সংসদের কাজে ব্যাঘাত ঘটানোয় ৭ কংগ্রেস সাংসদের সাসপেন্ডের আদেশ প্রত্যাহার করে নিলেন অধ্যক্ষ ওম বিড়লা। দিল্লি হিংসার ঘটনার প্রতিবাদে (Delhi violence) সংসদ ভবন (Parliament) তোলপাড় করেন ওই কংগ্রেস সাংসদরা (Congress MP)। গত সপ্তাহে দিল্লি হিংসা নিয়ে (Delhi Violence) নিয়ে আলোচনা চলার সময় সংসদে ব্যাপক ঝামেলা ও ভাঙচুরের কারণে, বাজেট অধিবেশনের (Budget Session) বাকি সমস্ত দিনের জন্যে সাসপেন্ড করা হয় কংগ্রেসের ৭ জন সাংসদকে (Congress MPs) । বলা হয় আগামী ৩ এপ্রিল পর্যন্ত চলা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আর যোগ দিতে পারবেন না তাঁরা। ওই সাংসদদের মধ্যে ছিলেন গৌরব গগৈ, টিএন প্রথাপন, ডিয়েন কুরিয়াকোস, বেন্নি বেহান্নাম, মনিকম ঠাকুর, রাজমোহন উন্নিনাথন এবং গুরজিৎ সিং আহুজা।
www.ndtv.com/bengali