Bengali | Press Trust of India | Tuesday July 16, 2019
সংসদে বারবার পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্ন তোলায় আপত্তি জানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এতে সংসদের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রসের প্রশ্ন, কেন বারবার রাজ্য সরকারকে “টার্গেট” করা হচ্ছে ? বিষয়টি নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠিতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ৪১(xiii) –এ লোকসভায় প্রশ্নের গ্রহণযোগ্যতা সম্পর্কিত পদ্ধতি এবং পরিচালনা করার নিয়ম লঙ্ঘিত হয়েছে। ৪১ ধারা অনুযায়ী, “উত্তর দেওয়া কোনও প্রশ্ন দ্বিতীয়বার করা যায় না”।
www.ndtv.com/bengali