Bengali | Edited by Biswadip Dey | Monday May 4, 2020
গুজরাতের (Gujarat) সুরাটে (Surat) পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধল পরিযায়ী শ্রমিকদের (Migrant Labourers)। ওই শ্রমিকরা তাঁদের রাজ্যে ফেরার দাবি জানিয়ে পথে নামলে ওই সংঘর্ষের সূচনা হয়। এই নিয়ে এই ধরনের চারটি সংঘর্ষের ঘটনা ঘটল সুরাতে। প্রসঙ্গত, হিরে ও বস্ত্রশিল্পে কাজ করার জন্য বহু শ্রমিক সারা দেশ থেকে সুরাতে আসে। সোমবার বরেলিতে পরিযায়ী শ্রমিকদের একাংশ একটি বাজার অঞ্চলের বাইরে জমায়েত করে। এরপরই পুলিশ সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে। এছাড়াও সুরাতের পালানপুর পাটিয়া অঞ্চলেও শ্রমিকরা প্রতিবাদ প্রদর্শন করে বলে জানা গিয়েছে।
www.ndtv.com/bengali