Bengali | Edited by Deepshikha Ghosh | Thursday April 11, 2019
Lok Sabha elections 2019: ফের লেগে গেল নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর মধ্যে! গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ‘তুঘলক রোড নির্বাচনী কেলেঙ্কারী'র অভিযোগ তুলেছিলেন। তুঘলক রোডেই থাকেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রধানমন্ত্রী ইঙ্গিত করেন, আয়কর হানার সময় বহু নগদ অর্থের কারচুপির সঙ্গে জড়িয়ে কংগ্রেস সভাপতির নাম। উত্তরপ্রদেশের রায়বরেলিতে মা সোনিয়া গান্ধীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও(Rahul Gandhi)। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মোদী যদি আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চান, তা তিনি নিতেই পারেন। আমার কোনও অসুবিধা নেই। তাতে আমি খুশিই হবো”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই রীতিমত হুঙ্কার দিয়ে বলেছিলেন, ফের ক্ষমতায় একে কংগ্রেস নেতাদের দুর্নীতির দায়ে একে একে জেলে পুরবেন।
www.ndtv.com/bengali